১৪ ডিসেম্বর ২০২৪, ১৯:০৫

ঢাবি ভর্তি প্রস্তুতি | গ বিভাগ | ২০১৪-১৫ সালের প্রশ্ন থেকে

ঢাবি ভর্তি প্রস্তুতি  © সংগৃহীত

ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে সাধারণ ঢাবি গ ইউনিটের ২০২০-২১ সালের সমাধানসহ প্রশ্ন।

 

বাংলা

01. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?

A.মোহাম্মদী
B.কল্লোল 
C.সওগাত
D.নওরোজ
E.সাধনা

02. নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?

A.এক 
B.একক
C.একত্র
D.একত্রিত
E.একাকিত্ব

03. কোন বানানটি শুদ্ধ?

A.স্বায়ত্তশাসন
B.স্বায়ত্ত্বশাসন
C.সায়ত্ত্বশাসন
D.সায়ত্তশাসন
E. স্বায়ত্ত্বশাষন

04. ‘বুক তার বাংলাদেশের হৃদয়’কাব্যগ্রন্থের লেখক কে?

A.জসীমউদ্দীন
B.জীবনানন্দ দাশ
C.সুকান্ত ভট্টাচার্য
D.কাজী নজরুল ইসলাম
E.শামসুর রহমান

05. নিচের কোনটিতে বিশেষ অর্থে ‘প্র’ উপসর্গটি ব্যবহৃত হয়?

A.প্রযত্ন
B.প্রশাসন
C.প্রমাণ
D.প্রদান
E.প্রভাব

06. ‘গৃহান্তর’ কোন সমাস?

A.নিত্য সমাস
B.দ্বন্দ সমাস
C.বহুব্রীহি সমাস
D.প্রাদি সমাস
E.মধ্যপদলোপী সমাস

07. পূর্বপদে বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে কী বলে?

A.কর্মধারয় সমাস
B.তৎপুরুষ সমাস
C.বহুব্রীহি সমাস
D.দ্বিগু সমাস
E.অব্যয়ীভাব সমাস

08. কাজী নজরুল ইসলামের জন্ম সাল কোনটি?

A.১৯০৭
B.১৯০২
C.১৮৯৯
D.১৮৯৬
E.১৮৯৭

09. ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে ব্যবহৃত হয়?

A.বাক্যতত্ত্বে
B.ছন্দ প্রকরণে
C.ধ্বনিতত্ত্বে
D.রূপতত্ত্বে
E.শব্দতত্ত্বে

10. ‘প্রান দেওয়-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য’ পঙক্তিটির রচয়িতা কে?

A.সুকান্ত ভট্টাচার্য
B.কাজী নজরিুল ইসলাম
C.আহসান হাবীব
D.শামসুর রহমান
E.রবীন্দ্রনাথ ঠাকুর

11. ‘মোলায়েম’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা শব্দসম্ভারে যুক্ত হয়েছে?

A.সংস্কৃত 
B.ফারসি
C.আরবি
D.পর্তুগিজ 
E.তুর্কি

12.‘আচরণেই ইতর- ভদ্র বোঝা যায়’ এ বাক্যে ‘আচরণেই’ কোন কারক ও বিভক্তি নির্দেশ করে?

A.করণে সপ্তমী
B.কর্মে সপ্তমী
C.অপাদানে সপ্তমী
D.অধিকরণে সপ্তমী
E.সম্প্রদানে সপ্তমী

13.নিচের কোন গ্রন্থটি রোকেয়া সাখাওয়াত হোসেন এর রচনা?

A.শবনম
B.পদ্মরাগ
C.পল্লী সমাজ
D.ত্রাহি
E.মেঘদূত

14. ‘বাংলাদেশ ‘ কবিতাটি অমীয় চক্রবর্তীর কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

A.পারাপার
B.এক মুঠো
C.অনি:শেষ
D.পালাবদল
E.অমরাবতী

15. নিচের কোন শব্দটি স্ত্রী- প্রত্যয় ঈ- যুক্ত শব্দ?

A.মেধাবিনী
B.চতুর্দশী
C.হস্তিনী
D.কর্মী
E.শ্রীমতী

16. ‘ তাদের দলে নতুন নতুন খেলোয়ার আসিয়াছে’ চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা কত?

A.তিন
B.এক
C.দুই
D.চার
E.পাঁচ

17.নিচের কোন স্বরসন্ধি অশুদ্ধ?

A.পূর্ণ + ইন্দু= পূর্নেন্দু
B.তথা+ এব= তথৈব
C.অনু+ এষণ= অন্বেষণ
D.প্রতি+ আগমন= প্রত্যাগমন
E.কটু+ উক্তি= কটুক্তি 

18. ২০১৪ সালে কোন পত্রিকা- প্রকাশনার শতবর্ষ পূর্ণ হচ্ছে?

A.বঙ্গদর্শন
B.শিখা
C.সবুজপত্র
D.সমকাল 
E.মোহাম্মদী

19. ‘চোখে হারানো’ শব্দদ্বয় দ্বারা কী বোঝানো হয়েছে?

A.খুঁজে না পাওয়া
B.খুঁজে পাওয়া 
C.অতি প্রিয়
D.অপ্রিয়
E.চোখে না দেখা

20. কোনটি দেশি বাংলা শব্দ?

A.গিন্নি
B.দোকান
C.চর্মকার
D.বাতাসা
E.চোখ 

21. ‘ঝাঁকের কই’ বাগধারাটির অর্থ কী?

A.সামান্য ব্যক্তি
B.সম অধিকার
C.সমমনা
D.ভীষণ শত্রুতা
E.অন্তরঙ্গতা

22. ‘সোনার তরী’ কবিতায় ‘সোনার ধান’ বলতে কী বোঝানো হয়েছে?

A.স্বর্ন বর্ণের ধান
B.দামি ধান
C.জীবনের সৃষ্টিকর্ম
D.জীবনের আনন্দ
E.বাদামি ধান

23. ‘নিজেই চমকে উঠি, কি নিষ্পৃহ কেমন শীতল’। এ বাক্যটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে?

A.তাহারেই পড়ে মনে
B.আঠারো বছর বয়স
C.একটি ফটোগ্রাপ
D.পাঞ্জেরি
E.বাংলাদেশ

24. ‘পাঞ্জেরি’ কবিতায় কবি আসমান শব্দটি কী অর্থে ব্যবহার করেছেন?

A.ব্যক্তিজীবন
B.ইসলাম
C.আকাশ 
D.জাতীয় জীবন
E.সমাজ

25.‘সমাজের বিধে ব্যবস্থা আমাদিগকে তাঁহাদের অবস্থা হইতে সম্পূরাণ পৃথক রাখিয়াছে।’ এ বাক্যটি কোন রচনার অন্তর্ভূক্ত?

A.হৈমন্তী
B.একুশের গল্প
C.যৌবনের গান
Dঅর্ধাঙ্গী
E.সাহিত্যের খেলা

উত্তরসমূহ: 1.A 2.D 3.A 4.E 5.A 6.A 7.B 8.C 9.C 10.A 11.C 12.A 13.B 14.C 15.B 16.C 17.E 18.C 19.C 20.D 21.C 22.C 23.C 24.D 25.D

English

Read the passage below and answer questions 1-5:
Singapore ranked by the World Bank as the second most densely populated country of the world, imports more than 90 percent of its food. Singapore produced nearly 22,000 tons of vegetables in 2013, compared with a little more than 17,000 tons in 2004. Last year, it imported 514,574 tons of vegetables. While Singapore ranks fifth out of 109 countries in the Economist Intelligence Unit's global food security index, the government wants to diversify its food sources and become more self-reliant in producing eggs, fish and leafy vegetables. As part of its efforts, it has provided some funding and research support to local vertical farming company Sky Greens, which grows leafy vegetables at its farm in three-storey high frames inside greenhouses. 

1. What could be an appropriate title to the passage?

A. Food Scarcity in Singapore
B. Lack of Food Security in Singapore
C. Diversification of Food Sources in Singapore
D. Singapore's Food Imports and Exports
E. Research Support to Vertical Farming

2. According to the passage, the Singapore
government wants to diversify its food sources ----- of its high position in the global food security index.
A. despite 
B. in case 
C. because
D. as a result 
E. in spite

3. Diversify means
A. branch out 
B. contract 
C. continue
D. stop 
E. divide

4. Greenhouses are ------.

A. ecologically suitable houses
B. buildings or complexes where plants are grown
C. buildings that are painted green
D. safe houses in a war zone
E. buildings that save energy

5. Vertical farming is more suited to areas where ------.

A. cities are crowded
B. farm land is scarce
C. people eat a lot
D. people live in poverty
E. trees are numerous

Find the correct sentence (Questions 6-7):

6. A. Ratan failed to carry out his studies for poverty.
B. Ratan has failed to carry away his studies for poverty.
C. Ratan failed to carry on his studies for poverty.
D. Ratan has failed to carry about his studies for poverty.
E. Ratan failed to carry off his studies for poverty.

7. A. He casted his vote for you.
B. He cast his vote for you.
C. He caste his vote for you
D. He cost his vote for you
E. He cusped his vote for you.

8. Identify one of the underlined word(s) or phrases that must be changed in order for the sentence to be correct: "Popular method of treating colds include taking extra vitamins, getting a lot of sleep, and drinking plenty of liquid."

A. method 
B. colds 
C. extra vitamins
D. sleep
E. liquid

Which underlined phrase in each of the following two sentences should be replaced by an alternative given below to make it grammatically correct? (Questions 9-10):

9. Since Ruma didn't want to be disturbed while
studying, she left the phone off hooks.

A. of hook 
B. for the hook 
C. off hooking
D. off the hook 
E. from the hook

10. Since the officer was overburdened with work, his colleague decided to give him hand.

A. giving hands 
B. give him a hand
C. give him handful 
D. give him handy
E. give him hands

11. Choose the pair that expresses a relationship similar to the one expressed by the capitalized pair: HEART: HUMAN

A. Tail: Dog 
B. Hand: Child
C. Kitchen: House 
D. Brick: Wall
E. Engine: Car

12. Which of the following words is spelt correctly?

A. comittee 
B. comitee
C. committe
D. comitie 
E. committee

Fill in the blanks with appropriate words/phrase (Questions 13-17):

13. His health has  because of hard labour.

A. broken up 
B. broken into 
C. broken out
D. broken for 
E. broken down

14. He told me that he  in Khulna in the previous year.

A. had been working 
B. has been working
C. has worked 
D. was working
E. have been working

15. Ten thousand dollars  a lot of money.

A. are 
B. is 
C. were
D. aren't 
E. it's

16. The word 'Brittle' means

A. Strong 
B. Wiry 
C. Enduring
D. Resistant 
E. Fragile

17. In time of financial crisis, such lavish expenditure should be  .

A. justified 
B. curtailed 
C. encouraged
D. corrected 
E. organized

18. While going to office, take your umbrella  it rains.

A. if 
B. if not
C. perhaps
D. in case 
E. by the chance

Choose the correct preposition (Questions 19-21):
19. She was blessed  a son.

A. by 
B. for 
C. in
D. with 
E. of

20. I will write  your phone number.

A. off 
B. in 
C. on
D. down 
E. up

21. Sumon is beating around the bush. In othe words, Sumon is

A. avoiding the main point 
B. attacking aggressively
C. solving a problem 
D. clearing the undergrowth
E. speaking to the point

Find the synonym of the following words (Questions 22-23 :
22. Degrading

A. Damning 
B. Lowering 
C. Corrupting
D. Minimizing 
E. Maximizing

23. Ardous

A. Hazardous 
B. Difficult 
C. Different
D. Pleasurable 
E. Tedious

Find the antonym of the following words (Questions 24-25):
24. Perilous

A. Risky 
B. Greedy 
C. Curative
D. Secure 
E. Dire

25. Perfect

A. Spotless 
B. Immaculate 
C. Sheer
D. Superb 
E. flawed

Answer Keys: 1.C 2.E 3.A 4.B 5.B 6.C 7.B 8.A 9. D 10.B 11.E 12.E 13.E 14.A 15.B 16.E 17.B 18.D 19.D 20.D 21.A 22.B 23.E 24.D 25.E

হিসাববিজ্ঞান

1. নিচের কোনটি হিসাব চক্রের একটি ধাপ নয়? (Which of the following is not a step in the accounting cycle?) 

A. নির্বাচন (Identification) 
B. লিপিবন্ধকরণ (Recoding) 
C. যাচাইকরণ (Verification) 
D. শ্রেণিকরণ (Classification) 
E. পরিবেশন (Communication) 

2. আনুপার্জিত আয় নির্দেশ করে (Unearned revenue represents) 

A. আয় (Income) 
B. চলতি দায় (Current liability) 
C. ব্যয় (Expense) 
D. দীর্ঘমেয়াদি দায় (Long term liability) 
E. চলতি সম্পদ (Current asset) 

3. উত্তরা কোম্পানির ২০১৩ সালের সম্পত্তি হ্রাস পায় ৮০,০০০ টাকা এবং দায় বৃদ্ধি পায় ৩০,০০০ টাকা। তাহলে মালিকানা স্বত্ব: (During 201 2013 Uttara Company's assets decreased by Tk. 80.000 and liabilities increased by Tk. 30.000. Its owners equities therefore)

A. ৫০,০০০ টাকা বৃদ্ধি পায় (increased by Tk. 50,000) 
B. ৫০,০০০ টাকা হ্রাস পায় (decreased by Tk. 50,000) 
C. ১১০,০০০ টাকা বৃদ্ধি পায় (increased by Tk. 110,000) 
D. ১১০,০০০ টাকা হ্রাস পায় (decreased by Tk. 110,000) 
E. ৮০,০০০ টাকা বৃদ্ধি পায় (increased by Tk. 80,000) 

4. নিচে উল্লেখিত নীতি অনুসরণ করি বলে আমরা সম্ভাব্য দায়কে আর্থিক বিবরণীতে দেখাই: (Contingent Liabilities should be shown in the body of financial statement because we follow the principles of:) 

A. স্বত্বার নীতি (Entity) 
B. হিসাবকাল নীতি (Periodicity)
C. মিলকরণ নীতি (Matching) 
D. ধারাবাহিকতার নীতি (Consistency)
E. পূর্ণ প্রকাশের নীতি (Full disclosure) 

5. বাকিতে পণ্য ক্রয় করা হলে ক্রেতার হিসাব বহিতে সম্ভাব্য পরিবর্তন হবে: (The purchase of merchandise on account would, in the buyer's record,) 

A. সম্পদ বৃদ্ধি এবং দায় বৃদ্ধি (increase assets and increases liabilities) 
B. দায় বৃদ্ধি এবং পরিশোধিত মূলধন বৃদ্ধি (increase liabilities and increase paid-up capital) 
C. দায় বৃদ্ধি এবং সম্পদ হ্রাস (increase liabilities and decrease assets) 
D. সম্পদ বৃদ্ধি এবং ব্যয় বৃদ্ধি (increase assets and increase expenses) 
E. দায় বৃদ্ধি এবং রাজস্ব হ্রাস (increase liabilities and decrease revenues)

6. নিচের কোনটি অস্থায়ী হিসাব?

A. নগদান হিসাব (Cash Account)
B. মজুত পণ্য হিসাব (Inventory Account)
C. ব্যাংক হিসাব (Bank Account)
D. পুঞ্জিভূত অবচয় (Accumulated Depreciation)
E. ভাড়া হিসাব (Rent Account)

7. ২০১২ সালের ১লা জানুয়ারি তিন বছরের জন্য অগ্রীম বীমা প্রদান করা হয়েছে ৩,০০০ টাকা। ২০১২ সালের ৩১শে ডিসেম্বর সমন্বয় দাখিলা কী হবে? (Insurance for 3 years Tk. 3000 has been prepaid on 1st January, 2012. What will be the adjusting entry on 31" of December, 2012?

A. বীমা হিসাব ডেবিট ৩,০০০ টাকা; নগদান হিসাব ক্রেডিট ৩,০০০ টাকা (Insurance Dr. Tk. 3,000; Cash Cr. Tk. 3,000) 
B. বীমা খরচ হিসাব ডেবিট ১,০০০ টাকা; অগ্রীম বীমা হিসাব ক্রেডিট ১,০০০ টাকা (Insurance expense Dr. Tk. 1,000; Prepaid insurance Cr. Tk. 1,000) 
C. বীমা খরচ হিসাব ডেবিট ৩,০০০ টাকা; অগ্রীম বীমা হিসাব ক্রেডিট ৩,০০০ টাকা (Insurance expense Dr. Tk. 3,000; Prepaid insurance Cr. Tk. 3,000) 
D. বকেয়া বীমা ডেবিট ৩,০০০ টাকা; নগদ ক্রেডিট ৩,০০০ টাকা (Accrued insurance Dr. Tk. 3,000; Cash Cr. Tk. 3,000) 
E. অগ্রীম বীমা ডেবিট ১০০০ টাকা; বীমা খরচ ক্রেডিট ১০০০ টাকা (Prepaid insurance Dr. Tk. 1000; Insurance Expense Cr. Tk. 1000) 

8. নিচের কোন খরচটির জন্য নগদ অর্থ ব্যয় হয় না? (Which of the following expense dose not require cash?) 

A. বিক্রয় কমিশন (sales commission) 
B. অগ্রীম প্রদত্ত বীমা (prepaid insurance) 
C. বেতন (salary) 
D. ভাড়া (rent)
E. অবচয় (depreciation) 

9. নিচের কোনটি অলীক সম্পত্তি? (Which of the following is a fictitious asset?) 

A. সুনাম (Goodwill)  
B. পেটেন্ট (Patent) 
C. শেয়ার মূল্যে ছাড় (Discount on issue of share) 
D কপিরাইট (Copyright) 
E অগ্রীম ভাড়া (Prepaid Rent

10. নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়? (Which one of the following is not a component of the financial statements?) 

A. অর্থিক অবস্থার বিবরণী (Statement of Financial Position) 
B. মূল্য সংযোজন বিবরণী (Value added Statement) 
C. কম্প্রিহেনসিভ আয় বিবরণী (Statement of Comprehensive Income) 
D. নগদ প্রদান বিবরণী (Cash flow Statement) 
E. শেয়ার হোল্ডারদের স্বত্বের পরিবর্তন বিবরণী (Statement of Changes in Shareholders' Equity) 

11. হিসাবের প্রাথমিক বই থেকে খতিয়ানে স্থানান্তরের সময় যে ভুল সংঘটিত হয় তাকে কি ভুল বলে? (The error committed at the time of transferring a figure from the primary record to the ledger is related to) 

A. বাদ পড়া (omission) 
B. লেখার ভুল (commission) 
C. বেদাখিলা (posting error) 
D. পরিপূরক ভুল (Compensating error) 
E. নীতিগত ভুল (Error of principle) 

12. সাধারণত নিচের কোন হিসাব সেট এর ডেবিট উদ্বৃত্ত থাকে? (Which of the following sets of accounts normally has debit balance?) 

A. আয়, মূলধন, সম্পদ (Revenue, Capital, Assets) 
B. দায়, মূলধন, ব্যয় (Liabilities, Capital, Expenses) 
C. আয়, দায়, মূলধন (Revenue, Liabilities, Capital) 
D. সম্পদ, মালিকের উত্তোলন, খরচ (Assets, Owner's Drawings, Expenses) 
E. বিক্রয়, মালিকের উত্তোলন, বাট্টা (Sales, Owner's Drawings, Discount)

13. ফলাফল নিট আয় হবে যখন: (Net income will result when:) 

A. সম্পদ দায়ের চেয়ে বেশি (Assets exceed liabilities) 
B. সম্পদ আয়ের চেয়ে বেশি (Assets exceed liabilities) 
C. খরচ আয়ের চেয়ে বেশি (Expenses exceed revenues) 
D. আয় খরচের চেয়ে বেশি (Revenues and exceed expenses) 
E. আয় এবং খরচ সমান (Revenues and expenses are equal) . 

14. নিচের কোন উক্তিটি সত্য নয়? (Which of the following statements is false?) 

A. নগদ প্রবাহ বিবরণী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নগদের অর্ন্তপ্রবাহ ও বর্হিপ্রবাহের সংক্ষিপ্তসার তথ্য বর্ণনা করে (A statement of cash flow summarizes information about cash inflows and cash outflows for a specific period of time) 
B. উদ্বৃত্ত পত্র একটি নির্দিষ্ট সময়ের মধ্যেকার সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের প্রতিবেদন দেয় (A Balance sheet reports the assets, liabilities and owner's equity for a specific period of time) 
C. লাভ লোকসান হিসাব একটি নির্দিষ্ট সময়ের মধ্যেকার আয়, ব্যয় এবং নীট মুনাফা অথবা নীট লোকসান বর্ণনা করে (An Income Statement presents the revenue, expenses and resulting net income or net loss for a specific period of time) 
D. মালিকানা স্বত্ব বিবরণী একটি নির্দিষ্ট সময়ের মধ্যেকার মালিকানা স্বত্বের পরিবর্তন বর্ণনা করে (An owner's equity statement summarizes the changes in owner's equity for a specific period of time) 
E. উত্তোলন এবং বিনিয়োগ লাভ লোকসান হিসাবের অন্তর্ভুক্ত নয় (Withdrawal and investments are not included in Income Statement)

15. নিম্নোক্ত কোনটি ব্যবসায়ের সর্বাধিক তরল সম্পদ হিসাবে বিবেচিত হবে (Which of the following will be considered as most liquid assets) 

A.  দেনাদার (Accounts Receivable) 
B. মজুদ পণ্য (Inventory) 
C. শেয়ারের বিনিয়োগ (Investment in shares) 
D. ব্যাংক উদ্বৃত্ত (Bank Balance) 
E. অগ্রীম কর (Advance Tax) 

16. একটি ফার্মের নীট মুনাফা ৬,০০০ টাকা এবং করের হার ৪০% হলে কর-পূর্ব মুনাফা হবে- (If the net profit of a firm is Tk. 6,000 and tax rate is 40%, then the amount of profit before tax will be-) 

A. ৯,০০০ টাকা (Tk. 9,000) 
B. ৭,৯৪২ টাকা (Tk. 7,942) 
C. ৮,৩৩৩ টাকা (Tk. 8,333) 
D. ৩,০০০ টাকা (Tk. 3,000) 
E. ১০,০০০ টাকা (Tk. 10,000) 

17. ব্যাংক সমন্বয় বিবরণীতে "ডিপোটিজ ইন ট্রানজিট" কী করা হয়: (In a bank reconciliation, "deposits in transit" are:) 

A. বুক ব্যালেন্স থেকে কমাতে হয় (deducted from book balance) 
B. বুক ব্যালেন্সের সাথে যোগ করতে হয় (added to the book balance) 
C. ব্যাংক বিবরণী ব্যালেন্সের সাথে যোগ করতে হয় (added to the bank statement balance) 
D. ব্যাংক বিবরণী ব্যালেন্স থেকে বাদ দিতে হয় (deducted from the bank statement balance) 
E. নগদান হিসাবের সাথে যোগ করতে হয় (added to cash account) 

18. মূখ্য ব্যয় কি? (What is Prime Cost?)

A. কাঁচামাল+কারখানা উপরিব্যয় (Raw Material +Factory Overhead) 
B. কারখানা উপরিব্যয়+প্রশাসনিক উপরিব্যয় (Factory Overhead + Administrative Overhead) 
C. কাঁচামাল ব্যয় প্রত্যক্ষ মজুরি ব্যয়+অন্যান্য প্রত্যক্ষ খরচ (Raw Materials + Direct Labor+Other Direct Expenses) 
D. প্রত্যক্ষ মজুরি + কারখানা উপরিব্যয় (Direct Labor + Factory Overhead) 
E. কারখানা ব্যয় + বিক্রয় ব্যয় (Factory Cost + Sales Cost)

19. যদি প্রারম্ভিক মজুত ৬০,০০০ টাকা, সারা বৎসরের ক্রয় ৩০০,০০০ টাকা, অন্তর্মুখী পরিবহন খরচ ৬,০০০ টাকা, বহির্মুখী পরিবহন ১০,০০০ টাকা, ক্রয় ফেরত ও ভাতা ৮,০০০ টাকা, সরবরাহের সমাপনী মজুদ ৫,০০০ টাকা এবং পণ্যের সমাপনী মজুদ ৫০,০০০ টাকা হয় তবে বিক্রীত পণ্যের খরচ হবে- (If beginning inventory is Tk. 60,000, goods purchase Tk. 300,000 during the year, freight in Tk. 6,000, freight out Tk. 10,000, purchase returns & allowance Tk. 8,000 ending inventory of supplies Tk. 5,000 and ending inventory of merchandise goods is Tk. 50,000, cost of goods sold will be) 

A. ২৯৮,০০০ টাকা (Tk. 298,000) 
B. ৩১৮,০০০ টাকা (Tk. 318,000) 
C. ৩১৩,০০০ টাকা (Tk. 318,000) 
D. ৩০৮,০০০ টাকা (Tk. 308,000) 
E. ২৯৩,০০০ টাকা (Tk. 293,000) 

20. নিট বিক্রয় ও মোট মুনাফার পরিমাণ যথাক্রমে ৩০,০০০ টাকা ও ৬,০০০ টাকা হলে ক্রয়মূল্যের উপর মুনাফার হার কত? (Net sales and net profit are Tk. 30.000 and 6,000 respectively. What is the rate of mark-up:) 

A. ১৬.৬৭% (16.67%) 
B. ২০% (20%) 
C. ২৫% (25%) 
D. ৩০% (30%) 
E. ৫০% (50%) 

21. A, B ও C একটি অংশীদারী কারবারের অংশীদার। A এর মূলধন ২৫০,০০০ টাকা, B এর মূলধন ৩২০,০০০ টাকা ও C- এর মূলধন ১৮০,০০০। C ব্যবসায় পরিচালনা বাবদ ৬০,০০০ টাকা বেতন পাবে। ব্যবসায়ে ২১০,০০০ টাকা লাভ হলে, বছর শেষে C মোট কত টাকা পাবে? (A, B & C are partners of a partnership business. A's Capital is Tk. 250, 000 B's Capital is Tk. 320.000 and C's Capital is Tk. 180,000. C will get Tk. 60,000 salary for business operations. If net income is Tk. 21,000, then C will get in total at the end of the year?) 

A. ৪৮,০০০ টাকা (Tk. 48,000) 
B. ১৪০,০০০ টাকা (Tk. 140,000) 
C. ৬০,০০০ টাকা (Tk. 60,000) 
D. ১১০,০০০ টাকা (Tk. 110,000) 
E. ৯৩,৬০০ টাকা (Tk. 93,600) 

22. একটি যন্ত্রপাতির ক্রয়মূল্য ৫০০,০০০ টাকা, পরিবহন খরচ ৫০,০০০ টাকা ও সংস্থাপন খরচ ২০,০০০ টাকা। প্রত্যাশিত আয়ুস্কাল ৪ বছর এবং অবশিষ্ট মূল্য ৩৫,০০০ টাক। ক্রমহ্রাসকৃত উদ্বৃত্ত পদ্ধতিতে ২য় বছরের অবচয় কত টাকা? (The purchase price of a machine is Tk. 500,000, carrying cost is Tk. 50,000 and erection cost is Tk. 20,000. Expected useful life is 4 years and salvage value is Tk. 35,000. What is the depreciation amount in 2nd year under reducing-balance method?) 

A. ২৮৫,০০০ টাকা (Tk. 285,000) 
B. ১৪২,৫০০ টাকা (Tk. 142,500) 
C. ১০৬,৮৭৫ টাকা (Tk. 106,875) 
D. ১৩৮,৭৫০ টাকা (Tk. 138,750) 
E. ১০৫,০০০ টাকা (Tk. 105,000) 

23. আগুনে বিনষ্ট মজুদ পণ্য ১০,০০০ টাকা, যা সমাপনী মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভূক্ত ছিল না। বীমা কোম্পানী ৬০% ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। এ বাবদ আয় বিবরণীতে কত টাকা খরচ দেখাতে হবে? 

A. ৪,০০০ টাকা (Tk. 4,000) 
B. ১৪,০০০ টাকা (Tk. 14,000) 
C. ১০,০০০ টাকা (Tk. 10,000) 
D. ৮,০০০ টাকা (Tk. 8,000) 
E. ৬,০০০ টাকা (Tk. 6,000)

24 . বোনাস শেয়ার হিসেবে লভ্যাংশ প্রদান করা হলে- (In dividend is paid through bonus share, it would)

A. শেয়ার হোল্ডারদের স্বত্ববৃদ্ধি পাবে (increase shareholder's equity) 
B. শেয়ার হোল্ডারদের স্বত্বহাস পাবে (decrease shareholder's equity) 
C. মালিকানা স্বত্ব ও সম্পদ বৃদ্ধি পাবে (increase liabilities and owners' equity) 
D. দায় ও মালিকানা স্বত্ববৃদ্ধি পাবে (increase liabilities and owners' equity) 
E. শেয়ার হোল্ডারদের স্বত্ব পরিবর্তিত হবে না (have no change in shareholder's equity) 

25. যে সকল ব্যয় উৎপাদনের সাথে পরিবর্তশীল, তাদেরকে বলা হয়- (Costs that changes with production are called-) 

A. পরিবর্তনশীল ব্যয় (Variable costs) 
B. স্থির/স্থায়ী ব্যয় (Fixed costs) 
C. কাঁচামাল ব্যয় (Raw Material's costs) 
D. উৎপাদন ব্যয় (Production costs) 
E. একক ব্যয় (Unit costs) 

Answer Kevs: 1.C 2.B 3.D 4.E 5.A 6.E 7.B 8.E 9. С 10.B 11.C 12.D 13.D 14.B 15.D 16.E 17.C 18.C 19.D 20.C 21.D 22.B 23.A 24.Ε 25.A

ব্যবসায় নীতি ও প্রয়োগ

1. শস্য বীমা কোন দেশে প্রথম প্রচলন করা হয়? (In which kind of insurance Mortality Table is used?) 

A. ইংল্যান্ড (England) 
B. যুক্তরাষ্ট্র (USA)
C. হল্যান্ড (Holland) 
D. ইটালি (Italy)
E. জার্মানি (Germany) 

2. মৃত্যুহারপঞ্জি কোন ধরনের বীমায় ব্যবহৃত হয়? (In which kind of insurance Mortality Table is used?) 

A. সাধারণ বীমা (general insurance) 
B. অগ্নি বীমা (fire insurance) 
C. পুনঃ বীমা (re-insurance) 
D. শস্য বীমা (crop insurance) 
E. জীবন বীমা (life assurance) 

3. ব্যাংক হার হ্রাস পেলে অর্থ সরবরাহের ক্ষেত্রে কি ঘটে? (If bank rate decreases, money supply) 

A. হ্রাস পায় (decreases) 
B. বৃদ্ধি পায় (increases) 
C. অপরিবর্তিত থাকে (remains unchanged) 
D. নির্ণয় করা কঠিন (difficult to determine) 
E. ওঠানামা করে (fluctuates) 

4. সম্পত্তি কোন ধরণের বীমায় মূল বিষয় নয়? (In which of the following cases can the word 'underwriters' be applied?) 

A. অগ্নি বীমা (fire insurance) 
B. নৌ বীমা (marine insurance) 
C. শস্য বীমা (crop insurance) 
D. জীবন বীমা (life insurance) 
E. গাড়ি বীমা (Motor insurance) 

5. অবলেখক শব্দটি নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? (In which of the following cases can the word 'underwriters' be applied?)
 
A. অগ্নি বীমা (fire insurance) 
B. নৌ বীমা (marine insurance) 
C. শস্য বীমা (crop insurance) 
D. জীবন বীমা (life insurance) 
E. গাড়ি বীমা (Motor insurance) 

6. কোনটি অনাবাসি বিদেশী মুদ্রা আমানত হিসাব খোলার জন্য উপযুক্ত? (Which of the following is applicable for opening non-resident foreign currency deposit account?) 

A. চলতি হিসাব (current account) 
B. সঞ্চয়ী হিসাব (savings account) 
C. মেয়াদি হিসাব (term deposit account) 
D. সঞ্চয়পত্র হিসাব (savings certificate account)
E. বন্ড হিসাব (bonds account)

7. কোনটি বীমার কাজ নয়? (Which one of the following is not the function of insurance?)

A. ঝুঁকি বন্টন (distribution of risk) 
B. ক্ষতির পরিমাণ হ্রাস (reduction of losses) 
C. ব্যবসায় অর্থসংস্থান (financing business) 
D. অর্থনৈতিক প্রগতি (economic progress) 
E. ঝুঁকি বৃদ্ধি (increasing risk) 

8. MICR-এর পূর্ণরূপ কি? (MICR stands for - 

A. Managerial Identity Control Recognition 
B. Magnetic Ink Character Recognition 
C. Managerial Input Control Registrar 
D. Magnetic Input Control Registrar 
E. Magnetic Input Character Recognition

9. অংশীদারী কারবারের নিবন্ধন- (Registration of Partnership business is-)

A. বাধ্যমূলক (Compulsory) 
B. ঐচ্ছিক (Optional) 
C. ক্ষতিকর (Harmful) 
D. লাভজনক (Profitable) 
E. অলাভনজক (Unprofitable)

10. কোন ধরণের ব্যাংক হিসাব গ্রাহককে জমাতিরিক্ত উত্তোলনের সুবিধা দেয়? (Which type of bank account allows the 'overdraft facility to their holders?)

A. চলতি হিসাব (current account) 
B. সঞ্চয়ী হিসাব (savings account) 
C. স্থায়ী আমানত হিসাব (FDR account) 
D. পৌনঃপুণিক জমা হিসাব (recurring deposit account) 
E. বিবিধ হিসাব (sundry account)

11. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভাবন কী ধরণের বিপ্লব ছিল? (What type of revolution was the scientific management?) 

A. মানসিক (mental) 
B. আবেগজনিত (emotional) 
C. সামাজিক (social) 
D. অর্থনৈতিক (economic) 
E. ফিনান্সিয়াল (financial) 

12. লক্ষ্য নির্ধারণ করা এবং তা কীভাবে অর্জিত হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়াকে বলা হয়- (Setting a goal and deciding how to achieve the goal is called.) 

A. প্রেষণা (motivation) 
B. সংগঠন (organaizing)
C. কর্মী নিয়োগ (staffing)
D. নিয়ন্ত্রণ (controlling) 
E. পরিকল্পনা (Planning)   

13. বিশ্বব্যাংক গোষ্ঠীর কোন প্রতিষ্ঠানটি 'সহজ-ঋণ' দেয়ার জন্য পরিচিত? (Which organization of the World Bank Group is known as the soft loan window?) 

A. MIGA 
B. EDI 
C. IDA 
D. IBRD 
E. IFC 

14. কর্মী সংগ্রহ প্রক্রিয়ার শেষ কাজ কি? (What is the last task of the recruitment process?) 

A. উৎস নির্ধারণ (determination of source) 
B. বিজ্ঞপ্তি প্রদান (serving notice) 
C. কর্মী নিয়োগ (appointment of employees) 
D. কর্মী প্রশিক্ষণ (training of employees) 
E. ডাক্তারি পরীক্ষা (medical test)

15. নিচের কোনটি ব্যবসায়ের মৌলিক বৈশিষ্ট্য নয়? (Which one of the following is NOT a basic characteristics of Business?) 

A. মুনাফা অর্জন (Making profit) 
B. সংগঠন (organization) 
C. ঝুঁকি ও অনিশ্চয়তা (risk and uncertainty) 
D. পুঁজির সংস্থান (supply of Capital) 
E. শ্রমিক ছাঁটাই (labor lay-off) 

16. ব্যবস্থাপনার দর্পণ হলো (The mirror of management is 
A. সংগঠন (organizing) 
B. নির্দেশনা (directing)
C. প্রেষণা (Motivating)
D. পরিকল্পনা (planning) 
E. নিয়ন্ত্রণ (controlling)   

17. কোনটি পরিকল্পনার প্রকারভেদের মধ্যে পড়ে না? (Which of the following is not a type of planning?) 

A. লক্ষ্য (goal) 
B. টার্গেট (target) 
C. পলিসি (policy) 
D. মিশন (mission) 
E. ফলাবর্তন (Feedback)

18. ট্যারিফ কিসের সাথে সম্পর্কিত? (Tariff is related to -.) 

A. বীমা (insurance) 
B. বিজ্ঞাপন (advertising) 
C. পরিবহন (transport) 
D. ঝুঁকি (risk) 
E. আমদানি (import) 

19. পাবলিক লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে বার্ষিক সাধারণ সভার নোটিশ দিতে হয়- (In case of Annual General Meeting of a Public Limited Company, the notice should be given-) 

A. ৭ দিন পূর্বে (before seven days) 
B. ১৪ দিন পূর্বে (before fourteen days) 
C. ২১ দিন পূর্বে (before twenty one days) 
D. ২৮ দিন পূর্বে (before twenty eight days)
E. ৩০ দিন পূর্বে (before thirty days) 

20. সমবায় সংগঠনে কোন একক সদস্য শেয়ার মূলধনের সর্বোচ্চ কত অংশ শেয়ার ক্রয় করতে পারে? (What is the maximum proportion of shares of a cooperative society that a member can purchase?) 

A. এক তৃতীয়াংশ (one-third) 
B. এক চতুর্থাংশ (one-fourth) 
C. এক পঞ্চমাংশ (one-fifth) 
D. এক দশমাংশ (one-tenth)
E. ৫০ শতাংশ (50 percent) 

21. একটি কোম্পানি কখন তার বিবরণপত্র প্রকাশ করে? (When does a company issue its prospectus?) 

A. কোম্পানি গঠনের পূর্বে (prior to the formation of the  
B. কোম্পানি গঠনের পরে (after the formation of the company)  
C. শেয়ার ইস্যুর পর (after the issuance of shares) 
D. শেয়ার ইস্যুর পূর্বে (prior to the issue of shares) 
E. নিবন্ধনের পূর্বে (before registration) D

22. কোনটি পাবলিক লিমিটেড কোম্পানির জন্য পরিমেল নিয়মাবলির বিকল্প? (Which of the following is the alternative for Articles of Association of a public limited B. Table-B company?) 

A. Table-F
B. Table-B
C. Table-A 
D. Table-D 
E. Table-G
 
23. ট্রেজারি বিল ইস্যু করেন- (Treasury bills are issued by) 

A. বিশেষায়িত ব্যাংক (Specialized Bank) 
B. বাণিজ্যিক ব্যাংক (Commercial Bank) 
C. মার্চেন্ট ব্যাংক (Merchant Bank) 
D. কেন্দ্রীয় ব্যাংক (Central Bank) 
E. ইনভেষ্টমেন্ট ব্যাংক (Investment Bank) 

24. নিচের কোন বিষয়টিকে ব্যবসায়ের প্রাণ বলা হয়? (Which one of the following is called is life blood of business?) 

A. লোকবল (manpower) 
B. ভূমি (land) 
C. সংগঠন (organization) 
D. যন্ত্রপাতি (machinery)] 
E. অর্থ (money) 

25. নিচের কোন দলিলের কার্যক্ষেত্রের আওতার বাইরে কোনো কাজ করলে তা ক্ষমতা বহির্ভূত কাজ বলে বিবেচিত হবে? (It will be considered Ultra Virus when an activity is done beyond the scope of-) 

A. পরিমেল বন্ধ/সংঘ স্মারক (memorandum of association) 
B. কার্যারম্ভের অনুমতিপত্র (certificate of commencement) 
C. বিবরণপত্র (prospectus) 
D. নিবন্ধনপত্র (certificate of incorporation) 
E. বার্ষিক বিবরণী (annual report) 

Answer Keys: 1.E 2.E 3.B 4.D 5.D 6.D 7.E 8.B 9. B 10.A 11.A 12.E 13.C 14.C 15.E 16.D 17.Ε 18.Ε 19.B 20.C 21.D 22.C 23.D 24.Ε 25.A 15.